ফুটবল ম্যাচ খেলার সময় বল ধরতে গিয়ে অন্য এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল এক খেলোয়াড়ের। মৃতের নাম রিপন মালিক (১৮)। ঘটনাটি ঘটেছে রবিবার কালনার নিশ্চিন্তপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামে ফুটবল টুর্নামেন্ট চলছিল। রবিবার একটি ম্যাচে রিপন গোলকিপার হিসেবে খেলছিল। গোলের দিকে উড়ে আসা একটি বল ধরতে গিয়ে অন্য এক খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষ হলে রিপন মাটিতে লুটিয়ে পড়ে। তাকে মাঠে সুস্থ করার চেষ্টা করা হয়। সুস্থ না হলে রিপনকে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় কালনার নিশ্চিন্তপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।
Like Us On Facebook