ভোটারদের ভোটদানে উৎসাহ দিতে এবং ভোটদানের গুরুত্বের ব্যাপারে সচেতন করতে ‘ফ্ল্যাশ ডান্স’-এর আয়োজন করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় কার্জনগেট চত্বরে অনুষ্ঠিত হয় এই নৃত্যানুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
সকল ভোটারের ভোটদান নিশ্চিত করতে নানান অভিনব উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ভোটের ম্যাসকট ভোট্টুর সঙ্গে ছবি তোলার সেলফি জোন, বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য ফিল্ম তৈরি এবং তাঁদের চিঠি পাঠিয়ে বুথে ডাকা, নববর্ষে ভোট সংক্রান্ত রঙ্গোলীর মাধ্যমে নববর্ষ পালন সহ নানান উদ্যোগের মাধ্যমে ভোটদানে উৎসাহ দেওয়া হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় কার্জনগেট চত্বরে একদল নৃত্যশিল্পী ভোট সচেতনতায় ফ্ল্যাশ ডান্স প্রদর্শন করেন। নিজের ভোট নিজে দেওয়া, নির্ভয়ে ভোটদান সহ ভোট সংক্রান্ত নানান বিষয় নাচের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়। নাচের মাধ্যমে রাজপথে ভোটের বার্তা বেশ নজর কাড়ে মানুষের।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?