গ্রামে গ্রামে টহল দেওয়ার পাশাপাশি ভোটারদের ভয় দেখানো হচ্ছে কিনা বা ভোট দিতে কোন অসুবিধা হয় কিনা তা জেনে নিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। স্থানীয় থানার ওসি বা আইসিরা কেন্দ্রীয় বাহিনীকে পথ দেখানোর পাশাপাশি বাহিনীর সঙ্গে থাকছেন নির্বাচন কমিশনের আধিকারিকরাও। নির্বাচন কমিশনের আধিকারিকরা ভোটারদের হাতে হাতে লিফলেট দিয়ে জানিয়ে দিচ্ছেন ভোট দিতে কোন সমস্যা হলে লিফলেটে দেওয়া টোল ফ্রি নম্বরে ফোন করলে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবারের পর শনিবারও পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা টহল দিচ্ছেন। এদিন মেমারির বিভিন্ন গ্রামে টহল দেওয়ার সময় তাঁরা স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে ভোট দেওয়া নিয়ে তাঁদের কোন অসুবিধা আছে কিনা জেনে নেন। বিভিন্ন জায়গায় মানুষজন জওয়ানদের জানিয়ে দেন, কেন্দ্রীয় বাহিনী থাকলে তাঁরা নির্ভয়ে ভোট দিতে পারবেন। বাহিনীর জওয়ানরাও মানুষজনকে আশ্বস্ত করে জানিয়ে দেন, আমরা থাকব, নির্ভয়ে ভোট দিন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?


Like Us On Facebook