বর্ধমান শহরের বেচারহাট কলোনির তৃণমূল কর্মী পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ এক মহিলা সহ পাঁচ জনকে গ্রেফতার করে বৃহস্পতিবার বর্ধমান জেলা আদালতে তোলে। ধৃতরা সকলেই বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। আদালত ধৃত মহিলার বিচার বিভাগীয় হেফাজত এবং বাকি চার জনের পাঁচ দিনের পুলিশি হেফাজতে মঞ্জুর করে।

উল্লেখ্য, বুধবার সকালে বর্ধমানের চৈত্রপুর এলাকায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তৃণমূল কর্মী পূর্ণেন্দুবাবুর মৃতদেহ উদ্ধার হয়। এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়। তৃণমূল অভিযোগ করে, কাটমানি উদ্ধারের নামে বিজেপি কর্মীরা তাঁকে খুন করে গাছে ঝুলিয়ে দিয়েছে। এরপর তৃণমূলের পক্ষ থেকে দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ এবং কার্জন গেটে দেহ নিয়ে পথ অবরোধ করা হয়। পুলিশ পাঁচ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে আদালতে তোলে পুলিশ।

এদিকে, বুধবারই বিজেপি নেতৃত্ব এই ঘটনায় বিজেপি কর্মীদের যুক্ত থাকার কথা অস্বীকার করে। বৃহস্পতিবার ধৃতরা ঘটনার সঙ্গে তাঁদের কোন যোগ নেই বলে দাবি করেন বলেন, ‘বিজেপি করার জন্যই তাঁদের ফাঁসানো হয়েছে।’

Like Us On Facebook