ছোট ইলিশ বাঁচাতে হবে এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার জেলা মৎস্যচাষী দিবস পালিত হলো বর্ধমানে। এই বিশেষ দিনটি পালিত হল বর্ধমানের মাটি তীর্থ কৃষি কথা প্রাঙ্গনে।
রাজ্য সরকারের মৎস্য দফতরের উদ্যোগে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন ব্লক থেকে মাছচাষীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সভাধিপতি দেবু টুডু, সহকারী সভাধপতি শম্পা ধাড়া এবং মৎস্য দপ্তর ও জেলা পরিষদের আধিকারিকরা। মৎস্যচাষী দিবস উপলক্ষে আয়োজিত এদিনের অনুষ্ঠানে মৎস্যচাষ নিয়ে বিভিন্ন প্রকল্প ও আধুনিক পদ্ধতিতে মাছচাষের ব্যাপারে আলোচনা হয়।
Like Us On Facebook