পূর্ব বর্ধমানে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতের বয়স ৭০, বাড়ি মেমারির বাগিলা পঞ্চায়েত এলাকায়। তিনি বয়সজনিত নানা অসুখে ভুগছিলেন। গত সোমবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হন তিনি। করোনা উপসর্গ থাকায় তাঁকে বর্ধমান হাসপাতালের সারি ওয়ার্ডে ভর্তি করা হয়। মেমারি গ্রামীণ হাসপাতাল থেকে তাঁকে রেফার করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় বৃদ্ধের মৃত্যু হয়। মৃত্যুর আগে তাঁর করোনা রির্পোট পজিটিভ আসে। জেলাশাসক বিজয় ভারতী বলেন, ‘মৃত ব্যক্তি বহু দিন ধরে বেশ কয়েকটি রোগে ভুগছিলেন। তাঁর চিকিৎসাও চলছিল। তাঁকে মেমারি থেকে রেফার করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে।’
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলে যেহেতু পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয় না তাই মঙ্গলবার রাতেই পরিবারের লোকজনদের ডেকে তাঁদের মৃতদেহ দেখানো হয়। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী একটি টিম মঙ্গলকোটের করোনা সংক্রান্ত একটি শ্মশানে মৃতদেহ সৎকারের ব্যবস্থা করে। এদিকে, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যুর খবরে হাসাপতাল চত্বরে রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। মৃত ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাঁদের চিহ্নিত করার প্রক্রিয়া চলছে।