.
পানাগড় শিল্পতালুকের বুদবুদের কোটা গ্রাম থেকে ইমামী সিমেন্ট কারখানার সিমেন্ট বোঝাই প্রায় ৪৫ টি রেলের বগি বের হওয়ার মুখেই ৪ টি বগি লাইনচ্যুত। এই ঘটনায় রেললাইন পাতার সময়কার গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আজই প্রথম এই কারখানা থেকে সিমেন্ট বোঝাই ওয়াগন বের হচ্ছিল। প্রথম দিনেই ঘটল এই বিপত্তি।
Like Us On Facebook