মঙ্গলবার সকালে বর্ধমান শহরের ভাঙাকুঠি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় আচমকা আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, এদিন সকালে ব্যাঙ্ক খোলার পর যথারীতি কাজ শুরু হয়। যে ভবনে এই ব্যাঙ্কটি রয়েছে তার উপর তলায় আরও একটি ব্যাঙ্কের শাখা রয়েছে। হঠাৎই দোতলার এই ব্যাঙ্কের এসি মেশিন থেকে ধোঁয়া বের হতে দেখেন ব্যাঙ্কে আসা গ্রাহক ও ব্যাঙ্ক কর্মীরা। মূহূর্তের মধ্যেই তা ব্যাঙ্কের বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। এই ভবনের পাশেই রয়েছে দমকল বিভাগ। দ্রুত দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও দুটি ইঞ্জিন এসে আগুন আয়ত্ত্বে আনে।
ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, আগুনে ব্যাঙ্কের গুরুত্বপূর্ণ বহু কাগজ, মেশিন পুড়ে নষ্ট হয়েছে। ব্যাঙ্কের সার্ভার রুমেও আগুন লাগায় সেখানে মেশিনের ক্ষতি হয়েছে। দমকল সূত্রে জানা গেছে, তীব্র ধোঁয়ার জেরে একজন ব্যাঙ্ক কর্মী আটকে পড়ায় দমকল বাহিনী দ্রুততার সঙ্গে তাঁকে উদ্ধার করে। বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় জানিয়েছেন, সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ এই আগুন লাগে। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। ব্যাঙ্কের কিছু যন্ত্রপাতি নষ্ট হয়েছে। কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।