আগুন লেগে ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেল। বর্ধমানের লক্ষীপুর মাঠ এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১টা ৩০ মিনিট নাগাদ লক্ষীপুর মাঠের রাজ কলেজ মোড়ে রাস্তার ধারে যে দোকানগুলি আছে তার কয়েকটিতে আগুন লাগে। খবর পেয়ে পুলিশ ও দমকলের দু’টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনেন। এই ঘটনায় ১৪টি দোকান ভস্মীভূত হয়ে যায়। কোন হতাহতের খবর নেই।

Like Us On Facebook