বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশে একটি পর্যবেক্ষণ রুমে আগুন লাগলে আতঙ্ক ছড়াল হাসপাতালে। বৃহস্পতিবার বিকেলে আগুন লাগলে হাসপাতালের কর্মীরাই অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। শর্ট সার্কিট থেকেই এই আগুন বলে মনে করা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এদিন বিকেলে পর্যবেক্ষণ ওয়ার্ডের ভিআইপি রুম থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এই ঘটনায় পাশের জরুরি বিভাগ ধোঁয়ায় ভরে যায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা। অনেক রোগী ভীত সন্ত্রস্ত হয়ে জরুরি বিভাগ থেকে বেরিয়ে আসেন। আগুন দেখে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ওই ঘরের দরজা ভেঙে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। প্রাথমিক ভাবে শর্ট সার্কিট থেকেই আগুন বলে মনে করা হচ্ছে। জানা গেছে, কি কারণে আগুন তা খতিয়ে দেখবে পিডব্লুডি’র বিদ্যুৎ বিভাগ।
===========