সোমবার গভীর রাতে আগুনে পুড়ে গেল এসবিআই ব্যাঙ্কের এটিএম। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বিসি রোডের রানীগঞ্জ বাজার এলাকায়। বর্ধমান থানার পাশে রানীগঞ্জ বাজার এলাকায় অবস্থিত এটিএমের ভিতরে আগুনের ফুলকি দেখে আতঙ্কিত হয়ে বাইরে বেড়িয়ে পড়েন নিরাপত্তা রক্ষী। তারপরই গোটা এটিএমের কাউণ্টার দাউ দাউ করে জ্বলে যায়। খবর দেওয়া হয় দমকলে। দমকলের গাড়ি পৌঁছানোর আগেই এটিএমের দুটি এসি মেসিনসহ এটিএমের ভিতরের বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় এটিএম মেশিনটিও। শর্টসার্কিট থেকেই আগুন বলে দমকলের প্রাথমিক অনুমান।

Like Us On Facebook