বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ১৮টি ঝুপড়ি সহ বেশ কিছু গবাদি পশু। ঘটনাটি ঘটেছে অন্ডালের শ্রীরামপুর পঞ্চায়েতের মানাচর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মানাচরের একটি বাড়িতে কেরোসিনের লম্ফ জ্বলছিল। সেই লম্ফ থেকে হঠাৎ ওই বাড়িতে আগুন লেগে যায়। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়লে একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। ফেটে যায় সিলিন্ডারটি। এতেই আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কিছু ঝুপড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তে আনে। জানা গেছে, আগুনে ১৮টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায়। ওই সব ঝুপড়িতে থাকা সমস্ত জিনসপত্রের পাশাপাশি বেশ কিছু গরু ও ছাগল আগুনে পড়ে মারা যায়। শীতের রাতে আশ্রয় হারিয়ে চরম সমস্যায় ক্ষতিগ্রস্ত মানুষগুলি।
Like Us On Facebook