খণ্ডঘোষের কামদেবপুর গ্রামে বাড়িতে আগুন লেগে মায়ের সামনেই মর্মান্তিক মৃত্যু হল দুই ছেলের। আহত মাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খণ্ডঘোষ থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত্রি প্রায় সাড়ে ৯টা নাগাদ কামদেবপুর গ্রামের বাসিন্দা পোলট্রি ব্যবসায়ী সেখ ফজুর খড়ের চালের বাড়িতে ইলেকট্রিক মিটারবক্স থেকে আচমকা আগুন ধরে যায়। সেই সময় সেখ ফজু বাড়িতে ছিলেন না। তাঁর স্ত্রী খুকু বেগম বাড়ির বাইরে কাজে ব্যস্ত ছিলেন। ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল বড় ছেলে সেহারা বাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণির ছাত্র মফিজুল সেখ (১২) এবং ছোট ছেলে মহিদুল সেখ (৬)।

আচমকা আগুন দাউ দাউ করে জ্বলতে শুরু করায় খুকু বেগম ছুটে ঘরে ঢুকে ছেলেদের উদ্ধার করতে যান। কিন্তু তিনি নিজেই গুরুতর জখম হন। তাঁর চোখের সামনেই ছোট ছেলে জীবন্ত পুড়ে মারা যায়। গুরুতর জখম হয় বড় ছেলে। আগুন লাগার ঘটনা স্থানীয় মসজিদ থেকে মাইকে ঘোষণা করা হয়। স্থানীয় গ্রামবাসী সুরাবুদ্দিন শেখ জানান, মসজিদের ঘোষণা শুনে তাঁরা ছুটে যান ওই বাড়িতে। পাশের গ্রাম থেকে গাড়ি জোগাড় করে সকলকেই বর্ধমান হাসপাতালে পাঠানো হয়। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক ছোট ছেলে মহিদুল সেখকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার ভোরে মারা যায় মফিজুল সেখও। খুকু বেগমকে চিকিৎসার পর মঙ্গলবার হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়।

Like Us On Facebook