কয়লাবোঝাই মালগাড়ির বগিতে আগুন লেগে যাওয়ায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়ালো বর্ধমান-রামপুরহাট লুপলাইনের বনপাস স্টেশনে। আগুন নেভাতে দমকলে একটি ইঞ্জিন বনপাস স্টেশনে যায়। মালগাড়িটি রেলগেটে আটকে পড়ে। ঘন্টাখানেকের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিভিয়ে ফেলে। কিছুক্ষণের জন্য ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে রামপুরহাটগামী মালগাড়িটি বনপাস স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকলে ট্রেন চলাচল শুরু করে।
জানা গেছে, মালগাড়িটি রামপুরহাটের দিকে যাচ্ছিল। বনপাশ স্টেশনের কাছে কেবিনম্যান দেখতে পান কয়লা বোঝাই একটি বগিতে আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে তিনি চালককে খবর দেন। খবর পেয়ে চালক মালগাড়ি থামিয়ে স্টেশন মাস্টারকে খবর দেন। স্টেশন মাস্টার দমকলকে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়। মালগড়িটি রেলগেটে আটকে পড়ায় রেলগেট সংলগ্ন রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।