পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের উদ্যোগে এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের পরিচালনায় জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে শুক্রবার বর্ধমান শহরে স্পদন মাঠে অনুষ্ঠিত হল রাঙামাটি স্পোর্টস উৎসবের চূড়ান্ত পর্বের খেলা। ৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসবের পরিসমাপ্তি ঘটল আজ, ৮ ফেব্রুয়ারী।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের সহযোগিতায় জেলার সমস্ত থানা এলাকাতেই ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়েছে রাঙামাটি স্পোর্টস উৎসবের বিভিন্ন ইভেন্ট। পুরুষ ও মহিলাদের ফুটবল, ভলিবল ও বাউল গানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন স্পন্দন মাঠে অনুষ্ঠিত হল চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখার্জী সহ জেলা পুলিশের শীর্ষ কর্তারা। খেলা ঘিরে প্রতিযোগীদের মধ্যে প্রবল উন্মাদনা দেখা গেল।
Like Us On Facebook