রবিবার বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে অল ইণ্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের ২২তম সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে প্রতিবছরের মতই এবছরেও দুই বর্ধমান জেলা সহ হুগলী ও বাঁকুড়া জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং কৃতী ও মেধাবী মোট ১৮০ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হল। এদিন ইংলিশ চ্যানেল জয়ী কালনার মেয়ে সায়নী দাসকেও সংবর্ধনা জানানো হয়। ৪টি জেলার কৃতি ছাত্রছাত্রী ছাড়াও ব্যাঙ্কের বিভিন্ন কর্মীদের কৃতী ছেলেমেয়েদেরও এদিন সংবর্ধনা জানানো হয়। এদিন সংবর্ধনা জানানো হয় বীরভূমের রংপুর গ্রামের কৃতী প্রতিবন্ধী মাধ্যমিকের ছাত্র গিরিধর মণ্ডলকেও। চলতি বছরে তীব্র দৈহিক ও সাংসারিক প্রতিকূলতা সত্ত্বেও সে মাধ্যমিকে পেয়েছে ৯৪.৪ শতাংশ নম্বর। একই সঙ্গে এদিন গিরিধর মণ্ডলের ঠাকুর্দা প্রাক্তন এনভিএফ কর্মী ষষ্ঠীধর মণ্ডলকেও সম্বর্ধনা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পুরসভার কাউন্সিলার খোকন দাস সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দিলীপ সাহা, জেনারেল ম্যানেজার ধনেশ্বর সাহু, চেয়ারম্যান বিএল গোয়েল, প্রাক্তন বর্ধমান সার্কেল সম্পাদক অশোক কুমার দে, মেদিনীপুর সার্কেল প্রধান এম কে সিং, কার্যনির্বাহী সভাপতি এস কে খাজাঞ্চি, সার্কেল সম্পাদক শংকর দাস প্রমুখ।