আড়াই বছরের কন্যাকে বলির চেষ্টায় বাবা গ্রেপ্তার। ঘটনাটি ঘটেছে ভাতার থানার অন্তর্গত ওড়গ্রামের মাঠপাড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা গেছে, অভাবী সংসার সেখ ইব্রাহিমের। আগে কেরলে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতো, বর্তমানে সে কলকাতায় কাজ করে। গত শনিবার সে বাড়ি ফিরে আসে। সোমবার স্ত্রী সেলিমা বিবিকে সে জানায় মঙ্গলবার রাতে তাদের আড়াই বছরের শিশু কন্যাকে শ্মশানে বলি দেওয়া হবে, পুজোর জন্য সব জিনিস পত্র কেনা হয়েছে। প্রথমে সেলিমা মনে করেছিল স্বামী ইব্রাহিম মদ্যপ অবস্থায় আছে সেই জন্য এই সব বলছে। সোমবার বিকেলে ইব্রাহিম আবার একই কথা বলায় ভীত হয়ে পড়ে সেলিমা। ইব্রাহিম সেলিমাকে আরও বলে তাদের আড়াই বছরের শিশু কন্যা রুকসানা যেন মঙ্গলবার দিনভর উপোস থাকে। আর অপেক্ষা না করে সেলিমা প্রতিবেশীদের গোটা ঘটনাটি জানায়। খবর দেওয়া হয় পুলিশকে। সোমবার রাতেই ভাতার থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে তোলা হয়। বছর পাঁচেক আগে সেলিমার সঙ্গে ওড়গ্রামের মাঠপাড়ার যুবক ইব্রাহিমের বিয়ে হয়। তাদের দুই কন্যা সন্তানের পাশাপাশি একটি শিশু পুত্রও আছে।
Like Us On Facebook