হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম ও চাঁচাই স্টেশনের মাঝে ডাউন লাইন থেকে বাবা ও দুই শিশু পুত্রের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল।কামারকুন্ডু জিআরপি দেহ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতদের নাম রাকেশ সিং(২৫) ও দুই ছেলে অজয় ও বিজয়।
মৃতের পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই রাকেশ সিংয়ের সঙ্গে তাঁর স্ত্রী লক্ষ্মীর বিবাদ চলছিল। তা নিয়ে দুটি পরিবারের মধ্যে একাধিকবার আলোচনায় বসে মিটিয়ে নেওয়ার চেষ্টাও করা হয়। মৃত রাকেশ সিং-এর বাবা দিলীপ সিং জানিয়েছেন,গত নভেম্বর মাসে কালীপুজো দেখতে যাওয়ার নাম করে লক্ষ্মী সিং বাড়ি ছেড়ে চলে যান। তারপর আর শ্বশুরবাড়ি ভূমিজ পাড়ায় ফিরে আসেননি। তাঁকে ফিরিয়ে আনার জন্য বারবার চেষ্টাও চালান রাকেশ। সোমবার রাকেশ শ্বশুরবাড়িতে যান।
দিলীপবাবুর অভিযোগ, সেই সময় তাঁকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। সোমবার সন্ধ্যা নাগাদ রাকেশ বাড়ি ফেরে। অন্যান্যদিন তাঁর দুই সন্তান তাঁদের ঠাকুমার কাছেই রাতে ঘুমোতে যায়। সোমবার রাতে রাকেশ দুই সন্তানকে নিজের কাছেই রাখেন। দিলীপবাবু জানিয়েছেন, রাত্রি ১০টা নাগাদ রাকেশকে ভাত খাওয়ার জন্য ডাকতে গেলে দেখতে পান ঘরে কেউ নেই। এরপর তিনি পাড়ায় খুঁজতে বের হন। সেই সময় রেলের একজন কর্মী তাঁকে জানান, রেল লাইনে একটি মৃতদেহ পড়ে রয়েছে। এরপর তিনি গিয়ে তাঁর ছেলের মৃতদেহ এবং সেখান থেকে কয়েক ফুট দূরে দুই নাতির দেহ দেখতে পান। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে। দিলীপ সিং জানিয়েছে্ন, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরেই নিজে আত্মঘাতী হলেও তাঁর দুই নাবালক শিশু সন্তানকে দেখবে এই চিন্তা থেকেই সম্ভবত দুই সন্তানকে নিয়ে আত্মঘাতী হয় রাকেশ।