কচিকাঁচাদের নিয়ে ফ্যাশন শো আয়োজিত হল বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে। রবিবার ‘ফ্যাশন রানওয়ে’ শীর্ষক এই ইভেন্টের আয়োজন করেছিলেন জাস্ট ফর ইউ নামে একটি সংস্থা। এই সংস্থার পক্ষ থেকে সঞ্চিতা চৌধুরী বলেন, আমি বর্ধমানের মেয়ে, বেশ কিছুদিন ধরে কলকাতায় ফ্যাশন শো-এর কাজ করছি। শিশুদের নিয়ে বর্ধমানে একটা ফ্যাশন শো করার ইচ্ছা ছিল। বর্ধমানের আর্ট অ্যান্ড লিপস্টিক সংস্থার সনু সেনের সহযোগিতায় এই ফ্যাশন-শোয়ের আয়োজন করতে পেরে দারুণ একটা অনুভূতি হল।’

সঞ্চিতা চৌধুরী আরও বলেন, ‘বাবা-মায়েরা তাঁদের সন্তানদের নিয়ে যেভাবে এই ফ্যাশান শোয়ে অংশ নিলেন, তা দেখে দারুণ লাগল। ছোট্ট শিশুরা এই ধরণের অনুষ্ঠানে এসে যেভাবে নিজেদের উপস্থাপিত করল তা দেখে বিচারকরাও অভিভূত।’ জানা গেছে, এদিনের এই ফ্যাশান শোয়ে প্রায় ১০০ জন শিশু অংশ নিয়েছিল। ভবিষ্যতে শিশুদের নিয়ে আরও অনুষ্ঠান করার ইচ্ছার কাথা জানান সঞ্চিতা চৌধুরী।


Like Us On Facebook