ঘুর্ণি ঝড় রেমালের প্রভাবে প্রভূত ক্ষতির আশঙ্কায় আম পেড়ে নিলেন আম চাষীরা। ক্ষতির কথা ভেবেই আম পাকার আগেই গাছ থেকে আম পেড়ে নিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর আম চাষীরা। অধিক গরম আবহাওয়ার জন্য এবছর আমের ফলন কম। যে কারণে আর্থিক ক্ষতির মুখে দাঁড়িয়ে চাষীরা। এরই মধ্যে রেমাল ঝড় আরও দুশ্চিন্তা বাড়িয়েছে আম চাষীদের।

পূর্বস্থলীর আম চাষী সুরজীৎ শীল, ভাসান সেখরা জানান, ঝড়ের যে সতর্কবার্তা দেওয়া হয়েছে তাতে প্রবল ঝড় হওয়ার আশঙ্কা। ফলে আম ও আম গাছের ক্ষয়ক্ষতির কথা ভেবেই কাঁচা আম পেড়ে নিতে বাধ্য হচ্ছেন তাঁরা। এরফলে কিছুটা অর্থিক ক্ষতি এড়ানো যাবে বলেই মনে করছেন পূর্বস্থলীর এই আম চাষীরা।

এদিকে, ঘুর্ণি ঝড় রেমালের মোকাবিলায় প্রস্তুত পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, খোলা হয়েছে কন্ট্রোল রুম, চালু হেল্প লাইন নম্বার, নদী তীরবর্তী এলাকায় চলছে মাইকিং। আবহাওয়া দপ্তরের পূর্ব ঘোষণা মতই রেমালের প্রভাব পড়তে শুরু করল রবিবার বিকাল থেকেই। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পর দুপুর গড়িয়ে বিকাল হতেই শুরু হল দমকা হাওয়া ও বৃষ্টি। এদিকে রেমালের মোকাবিলায় সর্বতোভাবে তৈরী পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। ইতিমধ্যেই জেলা প্রশাসনিক দপ্তরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। চালু করা হয়েছে ডেডিকেটেড টোল ফ্রী নম্বার। যেখান থেকে ২৪ ঘন্টায় জেলার সমস্ত ব্লক ও পঞ্চায়েত গুলির সাথে যোগাযোগ রাখা হচ্ছে। একই সাথে কন্ট্রোল রুমে কোন প্রকার সহায়তার জন্য ফোন আসলে দ্রুততার সাথে সহযোগিতার জন্য মোতায়েন করা হয়েছে এসডিআরএফ-এর টিম। যার নেতৃত্বে থাকছেন জেলা পুলিশ সুপার আমনদীপ।


ঘুর্ণিঝড় রেমালের মোকাবিলায় প্রস্তুত পূর্ব বর্ধমান জেলা প্রশাসন, খোলা হয়েছে কন্ট্রোল রুম

Like Us On Facebook