.

পূর্ব বর্ধমান জেলার বর্ধমান ২ নম্বর ব্লকের বৈকুণ্ঠপুর ১ নম্বর পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রামে পানিফল তুলতে ব্যস্ত রবি মাল নামে এক চাষি। রবি জানায় যে এখন গ্রামে চাষিরা যেমন মাঠের ধান তুলতে ব্যস্ত, সেই রকম আমরাও পানিফল তুলে নিয়ে যাই বাজারে বিক্রি করতে। এখন আবার বাঙালির ঘরে ঘরে নবান্ন উৎসব সেই কারণেই ভাল বাজার দর পেতে সকাল থেকেই শুরু করতে হয় পানিফল তুলতে।

Like Us On Facebook