বেসরকারী গোয়েন্দা সংস্থার তদন্তে উদ্ধার হল একটি নামী নারকেল তেলের নামে নকল নারকেল তেল। পুলিশ সূত্রে জানা গেছে, নামী নারকেল তেল কোম্পানী তাদের নামে ভেজাল তথা নকল তেল বাজারে বিক্রির বিষয়ে একটি বেসরকারী গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দেয়।
ওই বেসরকারী সংস্থাটি তদন্তে নেমে জানতে পারে বর্ধমানের দেওয়ানদিঘী থানা এলাকায় এই কারবার চলছে। এরপর তারা গোটা বিষয়টি এনফোর্সমেণ্ট ব্রাঞ্চকে জানান। এরপর বুধবার তাঁরা দেওয়ানদিঘী থানার ভিটা মোড়ের কাছে এক ব্যক্তিকে চিহ্নিত করেন। ওই ব্যক্তির হাতে একটি ব্যাগ ছিল। বুঝতে পেরে তিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে পুলিশ ওই ব্যাগ থেকে ১০৫টি ১০০ গ্রামের নকল নারকেল তেলের পাত্র বাজেয়াপ্ত করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
Like Us On Facebook