বন্দুক তথা আগ্নেয়াস্ত্রের জাল লাইসেন্স চক্রের ৬ জনকে গ্রেফতার করল সিআইডি। সিআইডির কলকাতার একটি টিম বর্ধমানের মেমারি এবং উত্তর ২৪ পরগণা থেকে এই চক্রের ৬ জনকে গ্রেফতার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই জাল লাইসেন্সের মাধ্যমে এই চক্রটি বিভিন্ন এনজিও-র মাধ্যমে সিকিউরিটি কর্মী নিয়োগ করত।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সফিক মোল্লা, জুলফিকার সেখ, সাবির মণ্ডল, ইমানুল মণ্ডল, হাফিজুল সেখ এবং বিমান মণ্ডল। এদের মধ্যে সফিক মোল্লার বাড়ি মেমারির হরিণডাঙা, জুলফিকার সেখের বাড়ি নাদনঘাটের বগপুর, সাবির মণ্ডলের বাড়ি মন্তেশ্বরের কুলে গ্রাম, ইমানুল মণ্ডলের বাড়ি মেমারির হরিণডাঙা, হাফিজুল সেখের বাড়ি কেতুগ্রামের আনখোনা এবং বিমান মণ্ডলের বাড়ি উত্তর ২৪ পরগণার গুবরিয়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে জাল স্ট্যাম্প, জাল নথি সহ ৫টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।