.
বড়সড় সাফল্য পেল বর্ধমান থানার পুলিশ। গত এক মাস ধরে বর্ধমানের হাটুদেওয়ান ও দেওয়ানদিঘি এলাকার কয়েকটি কারখানা থেকে লাগাতার চুরি হচ্ছিল। পুলিশ এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদের পর ধৃতদের কাছ থেকে পুলিশ একটি গোডাউনের সন্ধান পায়। পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রচুর জিনিসপত্র উদ্ধার করে। উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম স্পঞ্জবার ১৬০০ কেজি, টাওয়ারের ব্যাটারি ১২০ টি, তামা ও পিতল ২০০ কেজি, অ্যালুমিনিয়াম তার ৩৫০ কেজি, রাবার কেবল ৫০০ কেজি ও লোহা ২৫০ কেজি। ধৃত পাঁচ জনের মধ্যে চারজনের বাড়ি বর্ধমান শহরে। বাকি একজনের বাড়ি পূর্ব বর্ধমানের ভাতাড়ে।
Like Us On Facebook