রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠলো খোদ সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এবার কাঠগড়ায় বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। গত রবিবার বাঁকুড়ার ইন্দাসের নাড়রা গ্রামের ৭৫ বছরের বৃদ্ধা আরতি সাহানা জ্বর, সর্দি, বমি সহ বিভিন্ন উপসর্গ নিয়ে বর্ধমান হাসপাতালের রাধারানি ওয়ার্ডে ভর্তি হন। তার ছেলে প্রশান্ত সাহানার অভিযোগ, মঙ্গলবার সকালে একজন কর্তব্যরত নার্স স্যালাইনের বোতল লাগিয়ে দিয়ে যান। পরে তার নজরে আসতেই তিনি বারে বারে নার্সদের কাছে গিয়ে জানান মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর একজন নার্স প্রায় এক বছর আগে মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের বোতলটি খুলে নতুন স্যালাইনের বোতল লাগিয়ে দেন এবং মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের বোতলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। প্রশান্তবাবু বলেন, ‘আমি ওই মেয়াদ উত্তীর্ণ স্যালাইনের বোতলটি কার্যত তাঁর কাছ থেকে কেড়ে নিই। এরপর সেটি প্রমাণস্বরূপ হাসপাতালের সুপারের কাছে নিয়ে গিয়ে গোটা বিষয়টি লিখিত ভাবে জানাই হাসপাতাল কর্তৃপক্ষকে। এই বিষয়ে ডেপুটি সুপার অমিতাভ সাহা কার্যত অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, তদন্ত করে দেখা হবে।
Like Us On Facebook