আমফানের তাণ্ডবে বড়সড় ধাক্কা খেল পূর্ব বর্ধমান জেলার কৃষি ক্ষেত্র। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত ঝড় ও বৃষ্টির দাপটে জেলায় এখনও পর্যন্ত প্রায় ৩৩ হাজার হেক্টর ফসলের ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। আমফানের প্রভাবে জেলায় ২৫০ কোটি টাকার ফসল নষ্টের সম্ভাবনা বলে জানালেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী। জেলায় সবথেকে বেশি ক্ষতি হয়েছে গলসি ১ ও ২, আউশগ্রাম ১ ও ২, ভাতাড়, মঙ্গলকোট, কালনা ১ ও ২, বর্ধমান সদর ১ ও ২, মন্তেশ্বর এলাকায়।

জেলায় এবার মোট বোরো ধানের চাষ হয়েছিল ১ লক্ষ ৭১ হাজার হেক্টর জমিতে। আমফান আসার আগে পর্যন্ত গোটা জেলায় গড়ে মোট ৭৬.৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এর মধ্যে রায়না ১ ও ২, জামালপুর, মেমারি প্রভৃতি এলাকায় ১০০ শতাংশ ধান কাটার কাজ হয়ে গেছে। প্রায় ৩৩ হাজার হেক্টর জমির ফসল এখন মাঠে পড়ে থাকার মূলে রয়েছে দেরি করে চাষ করা এবং জমিতে জল জমে থাকায় হারভেস্টার মেশিন নামাতে না পারা। এছাড়াও তিলের ক্ষতি হয়েছে প্রায় ১২ হাজার হেক্টর জমিতে। সব্জী চাষেরও বেশ কিছু ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এখনও গোটা জেলা জুড়েই ক্ষয়ক্ষতির হিসাব চলছে।

অন্যদিকে, আমফানের প্রভাবে জেলায় ২৫৪টি কাঁচাবাড়ির পূর্ণ ক্ষতি হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ১৫৪৬টি কাঁচা বাড়ির। গোটা জেলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ১৬৫টি পরিবারকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। মেমারির মেমারীর ব্রাহ্ণণপাড়া প্রাথমিক স্কুলে একটি ত্রাণ শিবির করে সেখানে বেশ কিছু পরিবারকে স্থানান্তর করা হয়েছে। মেমারির ব্রাহ্মণপাড়া প্রাথমিক স্কুলে একটি ত্রাণ শিবির করে সেখানে বেশ কিছু পরিবারকে স্থানান্তর করা হয়েছে।

Like Us On Facebook