বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডলকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে আউশগ্রাম থানার পুলিশ গুসকরা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর নিত্যানন্দ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল। এই ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। নিত্যানন্দ চট্টোপাধ্যায়ের অভিযোগ, তিনি অনুব্রত মন্ডলকে ২০ লক্ষ টাকা ধার দিয়েছিলেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা তিনি পরিশোধ করছেন না। বারবার তিনি টাকা চেয়েছেন কিন্তু পাননি। আর তিনি টাকা চাওয়াতেই তাঁকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে।

যদিও পুলিশ সূত্রে জানা গেছে, নিত্যানন্দবাবু তাঁর মোবাইল ফোন থেকে অনুব্রত মণ্ডলকে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এমনকি টাকা না দিলে গুলি করে তাঁকে খুন করার হুমকিও দিয়েছেন।

অভিযোগ উঠেছে, মোবাইলে নিত্যানন্দবাবুর কথোপকথনের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। আর এই ঘটনার পরই গুসকরার ইটাচাঁদার বাসিন্দা সেখ সুজাউদ্দিন আউশগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন। আর তারপরই নিত্যানন্দবাবুকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার ধৃত নিত্যানন্দবাবুকে বর্ধমান আদালতে পেশ করার পর তাঁকে ফের ২৫ সেপ্টেম্বর আদালতে হাজির করার নির্দেশ দিয়ে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

 

Like Us On Facebook