চলে গেলেন বাম আমলের রীতিমত লড়াকু নেতা প্রাক্তন সিপিএম সাংসদ নিখিলানন্দ সর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। শুক্রবার ভোরে বর্ধমানের বিজয়রাম এলাকায় নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। নিখিলানন্দ সরের মৃত্যুর খবর শুনেই এদিন তাঁর বাড়়িতে ব্যক্তিগতভাবে যান সিপিএমের জেলা কমিটির সদস্য প্রাক্তন সাংসদ সাইদুল হক, প্রাক্তন বিধায়ক সাজাহান চৌধুরী, সিপিআই (এম) নেতা গণেশ চৌধুরী ও দুর্যোধন সর সহ সিপিএম নেতৃবৃন্দ। পাশাপাশি এদিন রাজনৈতিক সৌজন্যতায় তাঁকে শেষ শ্রদ্ধা জানান স্থানীয় জেলা পরিষদের তৃণমূল সদস্য নুরুল হাসানও।
যদিও এদিন তাঁর মৃতদেহ জেলা সিপিএম পার্টি অফিসে নিয়ে আসা হয়নি। মৃতদেহ তাঁর গ্রামের বাড়ি নিগণ এবং সেখান থেকে কাটোয়ায় শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয়। সিপিএম সূত্রে জানা গেছে, ১৯৩৬ সালে তিনি মঙ্গলকোটের নিগণে জন্মগ্রহণ করেন। ১৯৫৮ সাল থেকেই বাম আন্দোলন ও জমির আন্দোলনের সঙ্গে যুক্ত হন। কিছুদিন মঙ্গলকোটের যবগ্রাম হাই স্কুলে শিক্ষকতাও করেন। এরপরই সিপিআই (এম)র সর্বক্ষণের কর্মী হন। ১৯৬৯, ১৯৭১, ১৯৭৭, ১৯৮২ এবং ১৯৮৭ সালে মঙ্গলকোট কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। ১৯৯৫ সালে অবিভক্ত বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি হিসাবে আসীন হন। ১৯৯৯ ও ২০০৪ সালে বর্ধমান কেন্দ্র থেকে পরপর দুবার লোকসভার সাংসদ নির্বাচিত হন। ছিলেন তন্তুশ্রীর চেয়ারম্যানও। শারীরিক অসুস্থতার জন্য রাজনীতির কর্মকান্ড থেকে সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। মৃত্যুকালে তিনি রেখে গেলেন দুই পুত্র, পুত্র বধু ও এক কন্যা, জামাতা ও নাতি-নাতনীদের। উল্লেখ্য, কয়েকবছর আগেই তাঁর স্ত্রী প্রয়াত হন।