.
বর্ধমান স্টেশনে চালু হল চলমান সিঁড়ি। সোমবার চলমান সিঁড়ির উদ্বোধন করেন বর্ধমান স্টেশনের স্টেশন ম্যানেজার স্বপন অধিকারী। বর্ধমান স্টেশনে আগত যাত্রী সাধারণের যাতায়াতের সুবিধার জন্য চলমান সিঁড়ি চালুর পরিকল্পনা করা হয়। চলমান সিঁড়ি চালু হওয়ায় স্টেশনে আগত বয়স্ক ও অসুস্থদের এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতে সুবিধা হবে। এদিন স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মে চলমান সিঁড়ির উদ্বোধন করা হয়। প্রথম দফায় আরও চারটি প্ল্যাটফর্মে চলমান সিঁড়ি বসবে বলে জানা গেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?
Like Us On Facebook