মোমো গেম নিয়ে গোটা রাজ্য জুড়ে চলতে থাকা আতঙ্কের মাঝে বৃহস্পতিবার কাটোয়া থানার পুলিশ গ্রেফতার করল ইঞ্জিনিয়ারিং-এর দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে। ধৃতের নাম অরিন্দম পাত্র। বাড়ি কেতুগ্রামের শ্রীগ্রামে।

পূর্ব বর্ধমানের পুলিশ সুপার ভাস্কর মুখার্জী এদিন এক সাংবাদিক বৈঠক করে জানান, কয়েকদিন আগে কাটোয়ার একটি কলেজ পড়ুয়ার মোবাইলে মোমো গেম খেলার আমন্ত্রণ আসে। এরপর ওই ছাত্রটি গোটা বিষয়টি কাটোয়া থানায় লিখিতভাবে জানান। কাটোয়া পুলিশ এবং জেলা সাইবার সেল তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অভিযুক্তকে চিহ্নিত করতে কিছু সমস্যা হলেও পরে পুলিশ ওই ছাত্রটিকে গ্রেফতার করে। শুক্রবার তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ৪১৯, ৫০৫/১ এবং আইটি অ্যাক্টে মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ধৃত ছাত্র ‘গুগল প্লে’ থেকে কলার আইডি হাইড বা কলার আইডি চেঞ্জ করার অ্যাপ ডাউনলোড করে নিজের পরিচয় গোপন করে একটি নকল নাম্বার ব্যবহার করে সেখান থেকেই এই মোমো গেমের মেসেজ পাঠায় সে। তবে কি কারণে সে এই মেসেজ পাঠিয়েছে সে ব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে। এছাড়াও ধৃত ছাত্রটি মোবাইল অ্যাপ ব্যবহার করে নিজেকে অ্যানোনিমাস (পরিচয় গোপন) রেখে আশপাশে থাকা ওয়াইফাই ব্যবহার করে এই সব দুষ্কর্ম করত। এদিন আদালতে তোলা হলেও তদন্তের স্বার্থে তাকে পুলিশী হেফাজতে নেওয়া হয়নি বলে জানা গেছে।

ভাস্কর মুখার্জী, পুলিশ সুপার, পূর্ব বর্ধমান
Like Us On Facebook