গভীর রাতে বাঁকুড়ার জঙ্গল থেকে দামোদর নদ পেরিয়ে একটি পূর্ণ বয়স্ক হাতি অন্ডালের মদনপুরের পুবরা প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল ভেঙে স্কুলে ঢুকে পড়লে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষ বন দফতরের দ্বারস্থ হন। বনকর্মীরা হাতিটিকে ফের বাঁকুড়ায় ফেরাতে তৎপরতা শুরু করে বলে জানা গেছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি। তবে বন দফতর সূত্রে জানা গেছে এলাকায় কোন হাতির হানায় ক্ষয়ক্ষতি হলে বন দফতর সরকারি নিয়মে তা দেওয়ার ব্যবস্থা করবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হাতিটিকে মদনপুরের একটি জঙ্গলে দাঁড়িয়ে থাকতে দেখে সকালে মদনপুরের মানুষ বন দফতরে খবর দেয়। বন কর্মীদের তাড়া খেয়ে হাতিটি ফের মদনপুর গ্রামে ঢুকে পড়ে। কিছুক্ষণ দৌড় ঝাঁপের পর সন্ধ্যা নামতেই মদনপুরের পুবরা প্রাথমিক বিদ্যালয়ের পাঁচিল ভেঙে স্কুলে চত্ত্বরে ঢুকে পড়ে। তারপর গভীর রাতে বন কর্মীরা হাতিটিকে ফের দামোদর নদ পার করে দেয় বলে জানা গেছে। শনিবার সকালে স্কুলের প্রধান শিক্ষিক সৃজন দত্ত বলেন, ‘প্রায়ই হাতি আসে দামোদর নদ পেরিয়ে, কিন্তু এই প্রথম স্কুলের পাঁচিল ভেঙে হাতি ঢুকল স্কুলে।’