২৯ এপ্রিল ভোট। সপ্তাহ দুয়েক আগেই নির্বাচনের দায়িত্বে থাকা পর্যবেক্ষকরা বর্ধমানে হাজির হয়েছেন। শনিবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের পর্যবেক্ষক সিজে প্যাটেল ডিসিআরসি (ভোটকর্মীরা যেখান থেকে ভোটের সরঞ্জাম নিয়ে যাবেন ও ফিরে এসে জমা দেবেন) পরিদর্শন করেন।
এদিন সিজে প্যাটেল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ টেকনোলজিতে যান। তিনি সেখানে তৈরি করা ডিসিআরসির বিভিন্ন রুম, টয়লেট থেকে পুরো পরিকাঠামো ঘুরে দেখেন। পর্যাপ্ত আলো বা জলের ব্যবস্থা আছে কি না তারও তিনি খোঁজ খবর নেন। এখানেই ২৩ মে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার ভোট গণনা হবে। ডিসি আরসি পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব,পুলিশ সুপার ভাস্কর মুখার্জী, অতিরিক্ত জেলা শাসক অরিন্দম নিয়োগী সহ প্রশাসনের আধিকারিকরা।
Like Us On Facebook