আগামীকাল, বৃহস্পতিবার থেকে বর্ধমানে সদরঘাটের কৃষক সেতু সংলগ্ন ইডেন ক্যানালের উপরের সেতু সংস্কারের কাজ শুরু হবে। সংস্কারের জন্য এই সেতুর উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। টানা চারদিন এই সেতুর উপর দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। তারপর আরও দিন সাতেক ওই সেতুতে ভারি যান চলাচল বন্ধ থাকবে।
যদিও এই কয়েকদিন সদরঘাট থেকে পূর্তভবন সংলগ্ন পুরাতন সেতুর উপর দিয়ে কিছু যানবাহন চলাচল করবে। তাই বর্ধমান-আরামবাগ রোডে সদটঘাট এলাকায় ব্যাপক যানজট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই কয়েকদিন যাত্রীদের চরম দুর্ভোগের আশঙ্কা। রক্ষণাবেক্ষণের জন্য হয়রানি মেনে নেওয়ার পাশাপাশি স্থানীয়দের দাবি, তৈরি হোক আরও একটি নতুন ব্রিজ তাতে সুবিধা হবে যাতায়াতের। এই রুটে বর্ধমান থেকে আরামবাগ, তারকেশ্বর, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরে বাস যাতায়াত করে। এছাড়াও মেদিনীপুর হয়ে ওড়িষ্যা যাওয়ার এটি অন্যতম রাস্তা। সদরঘাট থেকে পূর্তভবন হয়ে কিছু যান চলাচল করবে এবং জামালপুরের দামোদরের উপর হরেকৃষ্ণ কোঙার সেতু দিয়ে ভারি যান চলাচল করবে বলে জানিয়েছে প্রশাসন।