আসানসোলের সোদপুর এরিয়ার ৫টি কোলিয়ারিকে ইসিএল বন্ধ করার কথা ঘোষণা করেছে। কোলিয়ারিগুলি হলো বেজডী, মিঠানী, মাউথডী, ধেমোমেন, পারবেলীয়া। এই ৫টি কোলিয়ারি বন্ধের নোটিসের বিরুদ্ধে আজকে সমস্ত শ্রমিক সংগঠনগুলি একত্রিত হয়ে জেক-এর উদ্যাগে সোদপুর জিএম অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। শ্রমিক সংগঠনগুলি প্রতিনিধিরা জিএম সুজিত সরকারের হাতে স্মারকলিপি জমা দেন এবং ইসিএল-এর সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
Like Us On Facebook