ইসিএলের বাঁশড়া কোলিয়ারি এলাকায় আটটি অবৈধ খাদান বন্ধ করে দিলেন ইসিএল আধিকারকরা। রবিবার রানিগঞ্জের বাঁশড়া গ্রামে সিআইএসএফের উপস্থিতিতে ইসিএল আধিকারিকরা এই কাজ করেন।
জানা গেছে, এদিন বাঁশড়া এলাকার অবৈধ খাদান বন্ধ করতে গেলে স্থানীয়রা বিক্ষোভ দেখান। কোলিয়ারি এজেন্ট স্নেহাশীষ মুখার্জী সিআইএসএফের সহায়তায় বাঁশড়া এলাকর বৈধ খাদানের পার্শ্ববর্তী এলাকায় প্রায় ৮টি অবৈধ খাদান বন্ধ করে দেন৷ ভবিষ্যতে যাতে এগুলি পুনরায় চালু না হয়ে যায়, সেই বিষয়েও প্রশাসনিক সহযোগিতা দাবি করেন স্নেহাশীষবাবু৷ তিনি বলেন, এই অবৈধ খাদানগুলির কারণে বৈধ খাদান চালু রাখতে নানান সমস্যা হচ্ছে। এছাড়াও অবৈধ খাদানগুলিতে জল ঢুকে যাওয়ার কারণে যেকোন সময়ে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ পাশাপাশি কয়লা মাফিয়ারা নিয়মের তোয়াক্কা না করে রেল লাইন থেকে অল্প দূরত্বে গর্ত কেটে কয়লা তুলতে থাকায় রেল লাইনেরও ক্ষতির সম্ভবনা রয়েছে।