বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীন অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী পরিষেবাকে আরও উন্নত করতে শনিবার থেকে চালু হল ইকোকার্ডিওগ্রাফি। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতার সাংসদ তহবিল থেকে ৩০ লক্ষ টাকায় এই উন্নত মেশিন কেনা ছাড়াও এদিন রোগীদের বিশ্রামাগারের উদ্বোধন করা হল। অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ মমতাজ সংঘমিতা, তৃণমূল বিধায়ক নিশীথ মালিক, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার ডা. উৎপল দাঁ, ডেপুটি সুপার ডা. অমিতাভ সাহা প্রমুখ।

এদিন এই ইকোকার্ডিওগ্রাফি মেশিন উদ্বোধন হওয়ায় রোগীরা উপকৃত হবেন বলে আশাপ্রকাশ করেছেন সাংসদ মমতাজ সংঘমিতা। এদিন হাসপাতাল সুপার ডা. উৎপল দাঁ জানিয়েছেন, সাংসদ কোটায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে রোগীদের বিশ্রামাগার তৈরি করা হয়েছে। তিনি জানান, এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকে বেশ কয়েকটি নতুন বিষয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে আগামী মার্চ মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে ট্রমা কেয়ার সেণ্টার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিজয়চাঁদ মহতাব বিল্ডিংকে ইতিমধ্যেই পরিত্যক্ত ঘোষণা করে দেওয়ায় রাধারাণী ব্লক এলাকায় ১০ তলা নতুন একটি ভবনের প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠানোর জন্য এদিন বৈঠকে তা অনুমোদন হয়েছে। প্রস্তাবিত এই নতুন ভবনে ডাক্তার ও নার্স ছাড়াও হাসপাতাল কর্মীদের থাকার ব্যবস্থা রাখা হবে। এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠকে ট্রমা বেড বাড়ানো, কার্ডিও, নিউরোর বেড বাড়ানো, নিউরো সার্জারি, কার্ডিও সার্জারির বিভাগকে এই নতুন ভবনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Like Us On Facebook