.
আদর্শ নির্বাচনী আচরণ বিধি চালু হওয়ার সঙ্গে সঙ্গেই সরকারি জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার, পোস্টার সহ রাজ্য সরকারের প্রচারমূলক যাবতীয় পোস্টার, ব্যানার এবং হোর্ডিং সরানোর কাজ শুরু করল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। এদিন বর্ধমানে জেলাশাসকের দফতর সহ সব সরকারি অফিস চত্ত্বর থেকেই সরকারি বিভিন্ন প্রকল্পের ব্যানার পোস্টার, মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘সরকারি জায়গা থেকে ২৪ ঘন্টার মধ্যে, বেসরকারি জায়গা থেকে ৪৮ ঘন্টা ও অন্যান্য সব জায়গা থেকে ৭২ ঘন্টার মধ্যে সরকারি ব্যানার, পোস্টার ও হোর্ডিং সরানোর নির্দেশ রয়েছে। সেই নির্দেশ মেনে কাজ চলছে।’
Like Us On Facebook