অঙ্ক এবার কঠিন নয়। সহজ। সহজে অঙ্ক শেখাতে ও অঙ্ক নিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের মনের ভীতি দূর করতে অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সদর পশ্চিম চক্র। প্রায় ২৩টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে রায়ান উন্নত প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল গণিত উৎসব। সেখানে প্রদর্শিত হয় অঙ্ক কেন্দ্রিক নানা মডেল।

নানা ধরনের ছবি ব্যবহার করে ছাত্রছাত্রীদের বিভিন্ন জিনিস ও বস্তু চেনানোর উদ্যোগ নেওয়া হয়েছিল আগেই। তাতে সাফল্যও আসে। তবে সে পদ্ধতিতে এতদিন ব্রাত্য ছিল গণিত। এবার সেই ধারাতেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ, লসাগু, গসাগু সহ সকল প্রকার অঙ্কের সহজ সমাধান। পাঠ্যপুস্তকের অবোধ্য শব্দ নয়, শিক্ষক মহাশয়ের গুরুগম্ভীর আলোচনাও নয় সহজে খেলার ছলেই অঙ্ক শিখে নিচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা। জেলায় এই ধরণের উদ্যোগ এই প্রথম বলে জানিয়েছেন উদ্যোক্তারা। উদ্যোগে বিপুল সাড়া মিলেছে ছাত্রীছাত্রীদের কাছ থেকে।

Like Us On Facebook