অনলাইনে স্মার্টফোনের অর্ডার দিয়ে ফোনের বদলে মিলল প্যাকেট বন্দি পাথরের টুকরো। বর্তমানে অনলাইন নির্ভরতা বৃদ্ধি পাওয়ায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল বর্ধমানে। ই-কমার্স সংস্থার বিরুদ্ধে মামলা রুজু হল বর্ধমান থানায়।

বর্ধমান শহরের বাসিন্দা পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী অম্নান গুহ একটি জনপ্রিয় অনলাইন শপিং সাইটের অ্যাপে ৩১ হাজার টাকার বিনিময়ে দুটি মোবাইলের অর্ডার দেন। ৩ জুলাই সেই অর্ডার এসে পৌঁছলে একটি প্যাকেটে মোবাইল থাকলেও দ্বিতীয় প্যাকেট খুলেই অবাক হয়ে যান অম্লানবাবু। তিনি দেখেন তাঁর কাঙ্খিত স্মার্টফোনের বদলে প্যাকেটে রয়েছে পাথরের টুকরো। এরপরই তিনি ওই সংস্থাকে জানানোর পাশাপাশি বর্ধমান থানাতেও অভিযোগ দায়ের করেন। ‘ভুল জিনিস’ ডেলিভারি করে বিভিন্ন সময়ে খবরের শিরনামে উঠে আসছে অনলাইন শপিং সাইটগুলি। এইজন্য অনলাইনে কেনাকাটা করার সময় ‘ক্যাশ অন ডেলিভারি’ (সিওডি) অপশন সিলেক্ট করে ডেলিভারি বয়ের সামনেই প্যাকেট খুলে দেখে নেওয়া উচিত সঠিক জিনিস এসেছে কিনা।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook