ডিভিসির সেচ ক্যানেলের বাঁধ ভেঙে জলমগ্ন প্রায় ১০০ একর জমি। ঘটনাটি ঘটেছে বেলকাশ-১ গ্রাম পঞ্চায়েতের নবাবহাট ও ঝিঙুটির মধ্যবর্তী এলাকায়। আজ সকালে মাঠে কাজ করতে গিয়ে ব্যাপারটি নজরে পড়ে চাষীদের। ব্যাপারটা তারা ডিভিসি কর্তৃপক্ষকে জানান। অভিযোগ কোন কথা কানেই নেননি তাঁরা। মাঠের পর মাঠ ৩ থেকে ৫ ফুট জলের তলায়। স্থানীয় বাসিন্দা সেখ ডালিম জানিয়েছেন, প্রথমে শিলাবৃষ্টি পরে অতিবৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যায়। আবারও যদি দু-এক দিনের মধ্যেই এই জল সরে না যায় তাহলে সমস্ত ফসলই নষ্ট হয়ে যাবে। এই এলাকায় প্রায় ১০০ একর মতো জমিতে চাষ হয়েছে। তার মধ্যে ৫০ একর মতো জমির ফসল নষ্ট হয়ে যেতে পারে যদি না কালকের মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়। এ বিষয়ে ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনি দাস রজক জানিয়েছেন, খবর পেয়েছি, ডিভিসির সঙ্গে যোগাযোগ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি দ্রুত বাঁধ মেরামতিরও উদ্যোগ নেওয়া হচ্ছে।
Like Us On Facebook