কেন্দ্রের স্বচ্ছ ভারত নীতিই এখন তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর পৌরসভা নির্বাচনে মানুষের মন জয় করে ভোট পুনরুদ্ধারের অন্যতম মডেল। বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুর্গাপুরে বির্পযস্ত হবার পর ফের নগর নিগমের ক্ষমতা ধরে রাখতে মরিয়া। আসন্ন পৌরসভা নির্বাচনে তাই ক্লিন সিটির শ্লোগান সামনে রেখেই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একগুচছ পরিকল্পনা নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর নগর নিগম। তার মধ্যে অন্যতম হল ব্যবসায়ীদের ডাস্টবিন ও ঝাঁটা বন্টন। সোমবার বেনাচিতি বাজারে প্রাথমিক ভাবে ৬০০ ব্যবসায়ীকে ডাস্টবিন ও ঝাঁটা প্রদান করা হয়। পরবর্তী পর্যায়ে দুর্গাপুরের অন্যান্য বাজারের ব্যবসায়ীদেরও একই ভাবে  ডাস্টবিন ও ঝাঁটা  বন্টন করা হবে বলে জানা গেছে। দোকানের নোংরা আর্বজনা রাস্তায় না ফেলে যাতে ডাস্টবিনে ফেলা হয় সেই উদ্দেশ্যেই এই ডাস্টবিন বন্টন। নগর নিগমের গাড়ি ওই সব ডাস্টবিন থেকে নোংরা আর্বজনা প্রত্যেকদিন নিয়ে যাবে। তাই  ব্যবসায়ীদের মন পেতে নির্বাচনের আগে এই পথ অবলম্বন করল দুর্গাপুর নগর নিগম বলে রাজনৈতিক মহলের ধারনা। সোমবার দুর্গাপুর নগর নিগমের মেয়র অর্পূব মুখার্জী ও কমিশনার কস্তরি সেনগুপ্ত বেনাচিতির ব্যবসায়ীদের ডাস্টবিন ও ঝাঁটা প্রদান করে শহর পরিষ্কার রাখার আহ্বান জানান। ব্যবসায়ীরাও দোকান পরিষ্কারের সরঞ্জাম পাওয়ায় খুশির কথা জানান।