করোনা আক্রান্ত সন্দেহে দুর্গাপুরের কোভিড হাসপাতালে ভর্তি করা দুই বৃদ্ধের করোনা নেভেটিভ রিপোর্ট এল বলে জানান দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। মহকুমাশাসক এই তথ্য জানানোর সঙ্গে সঙ্গে স্বস্তি ফিরল দুর্গাপর শিল্পাঞ্চলে। রবিবার দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোনের একজন বাসিন্দা এবং বি-জোনের এক বাসিন্দা করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর চাউর হয়।
জানা গেছে, দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে হার্ট ও কিডনি জনিত সমস্যায় চিকিৎসাধীন ছিলেন ওই দুই বৃদ্ধ। শারীরিক উপসর্গ দেখে হাসপাতালের চিকিৎসকরা দুই বৃদ্ধের সোয়াব টেস্ট করান। এরপরেই হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, লালারস পরীক্ষার পর দুই বৃদ্ধের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর সতর্কতা হিসাবে দুই বৃদ্ধকে দুর্গাপুরের মলানদিঘির কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর চাউর হতেই দুর্গাপুরের জনমানসে আতঙ্ক ও গুজব ছড়িয়ে পড়ে। যদিও পুলিশ ও প্রশাসন সরকার স্বীকৃত ল্যাব থেকে কোভিডের রিপিট টেস্টের রিপোর্ট আসার পরই দুই বৃদ্ধ করোনা আক্রান্ত কিনা তা বলা হবে বলে জানিয়ে দেওয়া হয়। সঙ্গে সতর্কতা হিসাবে, আক্রান্ত সন্দেহে ভর্তি দুই ব্যক্তির বাড়ি সংলগ্ন এলাকা কনটেইনমেন্ট জোন করতে বাঁশ দিয়ে ঘিরে পুলিশ প্রহরা শুরু হয়। অপরদিকে, সোশ্যাল মিডিয়া জুড়ে গুজব ছড়ায় এক শ্রেণির মানুষ। ফলে আতঙ্কিত হয়ে পড়েন শিল্পাঞ্চলের মানুষ।
মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে কোভিড হাসপাতালে চিকিৎসাধীন দুই বৃদ্ধের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসার কথা জানানোয় স্বস্তি ফিরল দুর্গাপুরবাসীর মনে। পাশাপাশি দুই বৃদ্ধের করোনা রিপোর্ট নেগেটিভ আসার পর ফের চিকিৎসার জন্য তাঁরা দুর্গাপুরের যে বেসরকারি হাসপাতাল থেকে কোভিড হাসপাতালে এসেছিলেন সেখানে তাঁদের পাঠানো হবে বলে জানিয়েছেন সনাকা কোভিড হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট পার্থ পোবী।