শুক্রবার গোটা রাজ্যের সঙ্গে বর্ধমান শহরে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রথম অনুষ্ঠিত হল ‘দুর্গা পুজোর কার্নিভাল’। বর্ধমান শহর এবং শহর সংলগ্ন মোট ৩১টি পুজো কমিটি অংশ নেয় এই কার্নিভালে। বর্ধমান শহরের বড়নীলপুর সৎসঙ্গ ভবন এলাকায় এদিন কার্নিভালের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহকারি সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মন্ডল, অভিনেতা চাঙ্কি পান্ডে প্রমুখ। সৎসঙ্গ ভবন থেকে এদিন এই কার্নিভাল শুরু হয়ে শেষ হয় মেহেদিবাগানে।
কার্নিভাল উপলক্ষ্যে মূল মঞ্চ তৈরি করা হয় কার্জন গেটের সামনে। এই মঞ্চে জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি হাজির ছিলেন বলিউড তারকা চাঙ্কি পান্ডে। প্রত্যেকটি পুজো কমিটিকে কার্নিভালে অংশ নেওয়ার জন্য ৭টি গাড়ির অনুমোদন দেওয়া হয়। কার্জন গেটের সামনে প্রত্যেকটি পুজো কমিটিকে ৪ মিনিট করে নিজেদের পারফরম্যান্স তুলে ধরার জন্য সময় দেওয়া হয়। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের পাশাপাশি বিভিন্ন থিম তুলে ধরেন পুজো কমিটির সদস্যরা। কেউ পরিবেশ সচেতনতা নিয়ে, কেউ তুলে ধরলেন মনীষীদের, কেউ তুলে ধরলেন হারিয়ে যাওয়া দিনগুলোকে।
বিকাল ৫ টায় কার্নিভালের উদ্বোধন হলেও এদিন বিকাল ৪ টে থেকেই কার্জন গেট সংলগ্ন রাস্তার দু’পাশে মানুষের ভিড় উপচে পড়ে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় প্রচুর পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ারদের। জায়গায় জায়গায় প্রস্তুত রাখা হয় র্যাফ সহ স্ট্যাকো ফোর্সকেও। মোতায়েন করা হয় পুলিশের প্রমিলা বাহিনী এবং মহিলা পুলিশের উইনার্স গ্রুপকেও।
এদিন জেলাশাসক প্রিয়াংকা সিংলা জানিয়েছেন, বর্ধমানে প্রথম এই কার্নিভালে উৎসাহ দেখে আগামী বছর গোটা জেলার অন্যান্য মহকুমার পুজো কমিটিকে নিয়ে আরও বড় করে এই কার্নিভাল করার উদ্যোগ নেওয়া হবে। বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডে বলেন,’বাংলার কালচার নিয়ে কোন কথা হবে না। দুর্গাপুজোর কার্নিভালে এসে খুব ভালো লাগছে। প্রচুর আনন্দ করছি। কলকাতার বাইরে জেলাতেও যে এত ভালো করে দুর্গাপুজো হয় তার ধারণা ছিল না। বর্ধমান থেকে মধুর স্মৃতি নিয়ে মুম্বাই ফিরব।’