মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল জামাইবাবু ও শ্যালকের। দুর্ঘটনাটি ঘটেছে বর্ধমান-নবদ্বীপ রোডে পূর্ব বর্ধমানের মেমারি থানার মালম্বা এলাকায়। মৃতদের নাম শান্তি দাস (৩৩) ও নরেন দাস(১৮)। শুক্রবার সকালে ডাম্পারের ধাক্কায় তাঁদের মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় মৃত শান্তি দাসের বাড়ি বর্ধমানের শক্তিগড় থানার কাঁদরা এলাকায়। তিনি শক্তিগড় থানার সিভিক ভলান্টিয়ার হিসাবে কর্মরত ছিলেন। অন্যদিকে, নরেন দাস হলেন শান্তি দাসের শ্যালক। জামাইষষ্ঠী উপলক্ষ্যে শান্তি দাস মন্তেশ্বরের পানবোরিয়া গ্রামে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। এদিন তিনি বাড়ি ফিরছিলেন। তাঁর শ্যালক নরেন তাঁকে বাইকে করে মালম্বা বাসস্ট্যান্ডে পৌঁছে দিতে আসেন। বাইক রেখে তাঁরা যখন হেঁটে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন সেই সময় একটি ডাম্পার তাঁদের ধাক্কা মারে। গুরুতর আহত হন দুজনেই। তাঁদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেলে শান্তি দাসকে মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণের মধ্যে হাসপাতালেই মারা যান তাঁর শ্যালক নরেন দাস। ঘাতক ডাম্পারটিকে পুলিশ আটক করেছে। দুটি দেহের ময়নাতদন্ত করা হয় বর্ধমান পুলিশ মর্গে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook