মেয়েকে নিয়ে স্কুটিতে চেপে বর্ধমানে চিকিৎসা করাতে আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বর্ধমানের সদরঘাট ব্রিজের উপর। জানা গেছে, রায়নার শাঁকটিয়া গ্রাম থেকে স্কুটিতে চেপে গৌরাঙ্গ সামন্ত ও মন্দিরা সামন্ত মেয়ে পৃথাকে বর্ধমানের এক চিকিৎসকের কাছে নিয়ে আসছিলেন। সদরঘাটের কৃষক সেতুতে একটি ডাম্পার ওভারটেক করার সময় তাঁদের ধাক্কা মারে। এর ফলে তিনজনই স্কুটি থেকে ছিটকে পড়ে যান। স্থানীয় মানুষজন তাঁদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা মন্দিরাদেবীকে (৫০) মৃত বলে ঘোষণা করেন। গৌরাঙ্গবাবু ও পৃথাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে।
Like Us On Facebook