.
পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা নিয়েও অগ্রণী ভূমিকা পালন করে চলেছে দুর্গাপুরের অন্যতম ম্যানেজমেন্ট কলেজ দুর্গাপুর সোসাইটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স(ডিএসএমএস)। শুক্রবার বিকেলে দুর্গাপুরের ডিএসএমএস কলেজের রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা দুর্গাপুরের বিধান নগরের মিশনারিজ অফ চ্যারিটিতে গিয়ে সেখানের অনাথ ও পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে কেক কেটে আজকের দিনটি সেলিব্রেট করেন। গানে-কবিতায় এই ছোট্ট অনুষ্ঠানটি মিশনারিজ অফ চ্যারিটির আবাসিক শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। ডিএসএমএস কলেজের রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা এদিন ওই সব শিশুদের পড়াশোনার সামগ্রীও উপহার দেন। জানা গেছে, খুব শীঘ্রই কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে মিশনারিজ অফ চ্যারিটিতে একটি ডেন্টাল চেক-আপ ক্যাম্প করার চিন্তাভাবনা চলছে।
Like Us On Facebook