খনি অঞ্চলে মাদক পাচারকারীরা সক্রিয় হয়ে উঠছে দিন দিন। কিছুদিন আগেই অন্ডালের এক ব্যবসায়ীকে মাদক দ্রব্য সমেত গ্রেফতার করে অন্ডাল থানার পুলিশ। কিন্তু আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশও এই ব্যাপারে যথেষ্ট তৎপর। মাদকপাচারের সময় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে অন্ডাল থানার পুলিশ, উদ্ধার হয়েছে তাঁদের থেকে মাদকদ্রব্যও। শনিবার রাতে অন্ডালের উখরা ফাঁড়ির আধিকারিক নাসরিন সুলতানা গোপন সূত্রে খবর পেয়ে রাত ১২ টা নাগাদ অন্ডালের বাঁকোলা শ্মশান এলাকা থেকে মাদকসহ পাকড়াও করলেন এক ব্যক্তিকে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই পাচারকারীর কাছ থেকে ২২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। জানা গেছে, ধৃত ব্যক্তি বীরভূমের কাঁকরতলা থানা এলাকার বাসিন্দা। মাদক পাচারকারী ব্যক্তির নাম শেখ বদরুদ্দিন। আটক করা হয়েছে তাঁর মোটর বাইকটিও। গ্রেফতার ব্যক্তিকে আজ আসানসোল আদালতে তোলা হয়। ধৃত ব্যক্তিকে হেফাজতে নিয়ে মাদক পাচার চক্রে কারা কারা জড়িত আছে এবং কোথায় মাদক পাচার করা হতো সে বিষয়ে বিশদে তদন্ত করতে চায় পুলিশ।