পূর্ব বর্ধমানের মেমারির পলসায় বেহাল রাস্তার প্রতিবাদে বাস চালানো বন্ধ করলেন বাস চালকরা। মাঝরাস্তায় একের পর এক বাস দাঁড় করিয়ে নেমে গেলেন চালকরা। চরম সমস্যায় পড়েও চালকদের পাশে দাঁড়ালেন যাত্রীরা। বেহাল রাস্তার জেরে বন্ধ হয়ে গেল বর্ধমান থেকে কালনা, নবদ্বীপ, কৃষ্ণনগর, বেলডাঙা, করিমপুর সহ বেশ কয়েকটি রুটের বাস চলাচল।
উল্লেখ্য, গতবছর বর্ধমান থেকে কালনা পর্যন্ত ৬০ কিলোমিটার রাস্তা সংস্কারের উদ্যোগ নেয় রাজ্য সরকার। বছর খানেক আগে কাজও শুরু হয়। ৩০ কিলোমিটারেরও বেশি রাস্তার পিচ সংস্কারের জন্য তুলে ফেলে দেয় দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার। কিন্তু তারপর আর কাজ বিশেষ এগোয়নি। ফলে দিনের পর দিন ভাঙা রাস্তায় প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের। বর্ষায় এই রাস্তায় এখন বিশাল বিশাল গর্তের মিছিল। সেই গর্তে পড়ে চালকের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বাস। দুর্ঘটনার আশঙ্কায় মঙ্গলবার থেকে বাস চালানো বন্ধ করে দিলেন চালকরা।