বৃহঃস্পতিবার বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেআইনী যাত্রী পরিবহণ, গাড়ি চালানোর সময় মোবাইল, হেডফোন ব্যবহার ও হেলমেট না পড়ার জন্য ২০টি বাস, ৫০টি বাইক ও ১৫টি ছোটগাড়ির চালককে জরিমানা করা হয়। ১ মাসের জন্য সাসপেন্ড করা হয় ১২ জন বাইক চালকের লাইসেন্স। ডিএসপি ট্রাফিক প্রদীপ মন্ডল ও ওসি ট্রাফিক চিন্ময় ব্যানার্জীর নেতৃত্বে চলে এই অভিযান। এদিন বর্ধমান শহর ছাড়াও পূর্ব বর্ধমান জেলা জুড়ে বিভিন্ন জায়গায় চলে অভিযান।

মুর্শিদাবাদের দৌলতাবাদের ঘটনার পর নড়েচড়ে বসছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। প্রশাসন দুর্ঘটনা রোধে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পথ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে জেলা জুড়ে। বাসযাত্রী থেকে পথ চলতি মানুষ পুলিশের এই অভিযানে খুশি। পাশাপাশি তাদের দাবি ধারাবাহিকভাবে এই অভিযান চালানো উচিৎ। একইসঙ্গে তাঁরা রাস্তার পাশে অবৈধ পার্কিং বন্ধ করার দাবি জানিয়েছেন।

অপরদিকে, এদিন তৃণমূলের বাস ইউনিয়ন কর্মীরা বর্ধমান শহরের উত্তরা ও পূর্বশা বাসস্ট্যান্ড সহ জিটি রোডে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির প্রচার করেন। তাঁরা বাস চালকদের হাতে গোলাপ তুলে দিয়ে নিয়ম মেনে বাস চালানোর আবেদন জানান।




Like Us On Facebook