অবশেষে দীর্ঘদিনের দাবি পূরণ হল বর্ধমান জেলা আদালতের। দীর্ঘদিন ধরেই বর্ধমান জেলা আদালতের বিচারপ্রার্থীদের সুবিধার্থে পানীয় জলের ব্যবস্থার দাবি জানানো হচ্ছিল। সম্প্রতি সেই দাবি মেনেই বর্ধমান আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বর্ধমান পুরসভার কাছে এব্যাপারে পানীয় জল প্রকল্পের আবেদন জানানো হয়।
বার অ্যাসোসিয়েশনের সেই আবেদন মেনে বর্ধমান পুরসভা প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করল পানীয় জল প্রকল্প। শুক্রবার এই প্রকল্পের উদ্বোধন করেন পুরপতি ডা.স্বরূপ দত্ত। হাজির ছিলেন পুরসভার কাউন্সিলর খোকন দাস, বারের সভাপতি উদয় মুখার্জ্জী, সম্পাদক সদন তা, সহ-সম্পাদক পার্থ হাটি, সঞ্জয় ঘোষ, হরিদাস মুখার্জী, বারের অডিটর কল্যাণ মুখার্জ্জী প্রমুখরা।
সদন তা এদিন জানিয়েছেন, প্রতিদিন বর্ধমানের এই জেলা আদালতে শয়ে শয়ে বিচারপ্রার্থীরা আসেন। কিন্তু তাদের দাঁড়াবার জন্য নেই কোনো শেড, বাথরুমও। চরম অসুবিধার মধ্যে পড়েন বিশেষ করে মহিলারা। সদনবাবু জানিয়েছেন, অনেকদিন পর পানীয় জলের দাবি পূরণ হয়েছে। কিন্তু সাধারণ মানুষের স্বার্থে বাথরুম এবং দাঁড়াবার জন্য শেডের দাবি এখনও পূরণ হয়নি। এব্যাপারেও তাঁরা চেষ্টা করছেন।